১৩ অক্টোবর, ২০২০ ২২:৩৩

নতুন নেইমার হতে চান না, রদ্রিগোই থাকতে চান

অনলাইন ডেস্ক

নতুন নেইমার হতে চান না, রদ্রিগোই থাকতে চান

ফাইল ছবি

রদ্রিগো সিলভা, মাত্র ১৯ বছর বয়সেই জাতীয় দলের হয়ে কয়েকটা ম্যাচ খেলে ফেলেছেন। সান্তোস থেকে ২০১৯ সালে ৪৫ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নজর কাড়েন। গত মৌসুমে ক্লাবটির হয়ে লা লিগা শিরোপা জিতে নেন এই উইঙ্গার। বিশ্বের সেরা তরুণ প্রতিভাবান ফুটবলার হিসেবে গোল ডটকমের দেয়া নেক্সজেন ২০২০ অ্যাওয়ার্ডও নিজের করে নেন।

এর মধ্যেই ব্রাজিলের তরুণ সেনসেশন রদ্রিগোকে পরবর্তী নেইমার হিসেবে চিন্তা করছেন অনেকেই। এভাবে বড় তারকাদের সাথে তুলনা করলে জুনিয়ররা সাধারণত গর্ববোধই করে থাকেন। রদ্রিগোকে অবশ্য ১২ বছর বয়স থেকেই নেইমারের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু রদ্রিগো সিলভা দি গুয়েজ একদম উল্টো পথে হাঁটলেন। সাফ জানিয়ে দিয়েছেন, ‘নতুন নেইমার’ হতে চান না তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে রদ্রিগো বলেছেন, ক্যারিয়ারের শুরুতে যখন আমি সান্তোসে খেলা শুরু করি, তখন থেকেই আমাকে নেইমার ও রবিনহোর সঙ্গে তুলনা করা হয়। আমার ওপর সব সময় এই চাপ ছিল। তবে আমি সব সময় বলে এসেছি আমি রদ্রিগো হতে চাই এবং নিজের মতো করেই প্রতিষ্ঠিত হতে চাই। আমি মনে করি নেইমার একজনই। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর