ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ে নেইমার। কুঁচকির চোটে পড়া ৎদলের এই গুরুত্বপূর্ণ তারকা না থাকলেও দলকে উজ্জীবিত থাকতে বললেন গাব্রিয়েল জেসুস। সবাইকে সবার দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড বলেন, ‘আমরা সবাই জানি ক্লাব ও দলের হয়ে নেইমারের গুরুত্ব কেমন। মাঠে তার নিবেদন নিয়ে কোনও সংশয় নেই। আমি তার বিশাল ভক্ত।’ জেসুস আরও বলেন, ‘জাতীয় দলে যখন কেউ খেলতে আসে প্রত্যেকে নিজের দায়িত্ব ভাগাভাগি করে নেয়। শুধুমাত্র নেইমারের ওপর সব দায়িত্ব বর্তায় না। প্রত্যেকে এখানে কোনও না কোনও কারণে যুক্ত হয়।’
তবে নেইমার দলে থাকা মানে বড় প্রাপ্তি স্বীকার করছেন জেসুস, ‘নেইমার থাকা মানে বাড়তি প্রেরণা পাওয়া। বাড়তি জয়ের সুযোগ কাজ করা। কিন্তু তাকে ছাড়াও সেলেসাওদের খেলা শিখতে হবে। আমরা সব সময় প্রত্যাশা করি সে আমাদের হয়ে খেলবে, গোল করবে, অ্যাসিস্ট করবে। কিন্তু সে যখন খেলবে না এবং আমরা তার অভাব অনুভব করবো, তখন আমাদের উচিত দায়িত্ব ভাগাভাগি করে খেলা।’
বাছাইয়ের চতুর্থ ম্যাচ খেলতে মঙ্গলবার উরুগুয়ে যাবে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ