ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টও খেলতে পারছেন না অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ওয়ার্নার এখনও খেলার মত ফিট নন। তাই বক্সিং ডে টেস্টেও খেলতে পারছেন না তিনি।
ওয়ার্নার না থাকায় মেলবোর্ন টেস্টেও ওপেনারের ভূমিকায় দেখা যাবে ম্যাথু ওয়েড ও জো বার্ন্সকে। শনিবার থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ৮ উইকেটে জিতে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম পেইনের দল।
সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন তলপেটে চোট পান ওয়ার্নার। ফিল্ডিং করার সময় আচমকাই চোটে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ওয়ার্নার। আর এখন দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দল পাচ্ছে না তাকে।
বিডি প্রতিদিন/কালাম