শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শরীয়তপুর স্টেডিয়াম মাঠে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাখাওয়াত হোসেন। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে জাজিরা উপজেলা দলকে পরাজিত করেছে শরীয়তপুর সদর উপজেলা দল।
বিডি প্রতিদিন/ফারজানা