আসন্ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মঈন খানের ছেলে আজম খান।
পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে ভালো করার সুবাদে ২২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আজমকে টি-টোয়েন্টি স্কোয়াডে ডেকে নিয়েছে পিসিবি। ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে আজম খানই একমাত্র নতুন মুখ।
টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৫ ইনিংসে ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের কীর্তি আছে আজম খানের। ইতোমধ্যেই তিনি ৭৪৩ রান জমা করেছেন।
এর আগে শারীরিক গঠন নিয়ে বেশ সমালোচিত আজম খান। তিনি বেশ স্থূলকায়। গত অক্টোবরের আগে প্রায় ১৩০ কেজি ওজন ছিল তার। ক্রিকেটে এমন গঠন মানানসই নয় বলে অনেকেই তার সমালোচনা ও কটাক্ষ করেন সে সময়। যা এখনও চলছে। সমালোচকদের কথা মাথায় নিয়ে কঠোর শ্রম দিয়েছেন আজম খান। ৩০ কেজি ওজন কমালেন তিনি। তার পুরস্কার হিসেবে আজম খানকে দলে নিলেন পিসিবি প্রধান।
আগামী ৮ থেকে ২০ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এর পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে বাবর আজমের দল। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন