সাউদাম্পটনে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের সূচিও ঘোষণা করে দিয়েছে আইসিসি। আগামী ৪ আগষ্ট ভারত-ইংল্যান্ড পতৌদি সিরিজ দিয়েই ফের শুরু হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। চলবে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। তবে এবার আর আগের নিয়ম থাকছে না। শোনা যাচ্ছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে আইসিসি।
খবর অনুযায়ী, প্রত্যেকটি দলকে ছয়টি করে সিরিজে অংশ নিতে হবে। তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজেই কেবল পাঁচটি করে ম্যাচ খেলা হবে। এছাড়া অস্ট্রেলিয়া ভারতে এসে যে সিরিজটি খেলবে, তাতে খেলা হবে চারটি ম্যাচ। বাকি সব সিরিজই দুই বা তিন টেস্টের।
সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পয়েন্টের ক্ষেত্রে। প্রথম সংস্করণে প্রত্যেকটি সিরিজের ক্ষেত্রে পয়েন্ট পেত দলগুলি। বরাদ্দ ছিল ১২০ পয়েন্ট। কিন্তু এবার সেই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে। অনেক বোর্ডই এই নিয়ে আপত্তি জানিয়েছিল। তাই এবার থেকে আর সিরিজ নয়, প্রত্যেকটি ম্যাচ অনুযায়ী পয়েন্ট মিলবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও টিম একটি টেস্ট জিতলে ১২ পয়েন্ট পাবে। ড্র করলে দুইদলই পাবে ৪ পয়েন্ট। আর ম্যাচ টাই হলে দুই দল পাবে ৬ পয়েন্ট করে। স্লো-ওভার রেটের ক্ষেত্রে কোনও দল নির্দিষ্ট সময়ে যতগুলি ওভার কম বোলিং করবে, ততগুলি পয়েন্ট কাটা যাবে। তবে এই প্রসঙ্গে এখনও সরকারি বিবৃতি দেয়নি আইসিসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত