উইম্বলডনের সব থেকে বড় অঘটন ঘটল বুধবার। হুবার্ট হুরকাজের কাছে ৩-৬, ৬-৭ (৪-৭), ০-৬ সেটে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন সুইস তারকা রজার ফেদেরার। প্রথম থেকেই পোলান্ডের হুবার্টের কাছে পিছিয়ে ছিলেন তিনি। হুবার্টের দুরন্ত ফোরহ্যান্ডের কোনও জবাব ছিল না তার। প্রথম সেটে শুরুটা ভাল করেও সেট হারেন ফেদেরার।
দ্বিতীয় সেটে ফেদেরারকে সমানে-সমানে টক্কর দিয়ে যান হুবার্ট। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু তৃতীয় সেটে ফেদেরারকে দাঁড়াতে দেননি হুবার্ট। হারিয়ে দেন ৬-০ গেমে।
উইম্বলডনে ভাল কিছু করার লক্ষ্যেই ফরাসি ওপেন খেলেননি ফেদেরার। নাম তুলে নিয়েছিলেন। কিন্তু সেখানেও শেষ চারে পৌঁছতে পারলেন না। এ বারের উইম্বলডনে প্রথম ম্যাচের প্রথম সেটেই হেরেছিলেন ফেদেরার। দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে ছন্দে পাওয়া গেলেও কোয়ার্টারে গিয়ে খুঁজেই পাওয়া গেল না তাকে।
বিডি প্রতিদিন/ফারজানা