সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরো কাপে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ৫৫ বছর পর বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে ইংলিশরা। তাই বাঁধভাঙা উল্লাস হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই আনন্দ উদযাপনটা একটু বেশিই করে ফেলেছে ইংল্যান্ড সমর্থকরা। বাড়াবাড়ি রকমের উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার অভিযোগ করে শহরের বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ২০ জন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
ডেনমার্কের বিপক্ষে সেমিফাইনাল জেতার পরপরই আনন্দ উদযাপনে লন্ডনের রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। গাড়ির ওপর উঠে নাচানাচি করেছে সমর্থকরা। ঘটেছে ভাঙচুরের ঘটনাও। এমন ঘটনা দেখে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।
লন্ডন পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, 'রাস্তাঘাটের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমপক্ষে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে দ্রুত।'
উল্লেখ্য, ১৯৬৬ সালে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল। এরপর অপেক্ষা ৫৫ বছরের। এই লম্বা সময়ে আসেনি কোন সাফল্য। বড় কোনো টুর্নামেন্টের ফাইনালেও ওঠেনি ইংলিশরা। জমেছে হতাশার গল্প। রাশিয়া বিশ্বকাপেও সেমি থেকে বিদায় নিয়ে বিষাদে নীল হয়ে গিয়েছিল ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ