আসন্ন টোকিও অলিম্পিকে কি দর্শকদের গ্যালারিতে উপস্থিতিতে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হবে? তেমন আশঙ্কাই করা হচ্ছে। জানা গেছে, কোভিড-১৯ এর কারণে টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান সরকার। এর ফলে যেটুকু দর্শক সমাগমের সম্ভাবনা ছিল তাও বাতিল হয়ে যাবে দ্রুতই।
অলিম্পিক আয়োজকদের এই নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু জরুরি অবস্থার ঘোষণার ফলে সবকিছু ভেস্তে গেল। এমনিতেই কোভিড-১৯ এর কারণে একবছর পিছিয়ে গেছে অলিম্পিক। এবার তা একদম দর্শকশূন্য হওয়ারই সম্ভাবনা প্রবল হল।
জাপান সরকার ইতিমধ্যেই বিদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিদেশি কোনও নাগরিক মাঠে বা এরিনায় বসে অলিম্পিক দেখতে পারবেন না। দেশের নাগরিকরা স্টেডিয়ামের ৫০ শতাংশ আসনে বসে দেখতে পারতেন। যদিও তার সর্বোচ্চ সীমা ছিল ১০০০০। কিন্তু টোকিওর বেড়ে চলা সংক্রমণের ফলে সেটিও বাতিল হলো। যার ফলে সম্পূর্ণ দর্শকশূন্যই হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’।
এ নিয়ে ঘোষণা আগামী দুই-এক দিনের মধ্যেই হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, এত ভয়ানক আকারে সংক্রমণ এর আগে দেখেনি জাপান। সে দেশে মোট সংক্রমণ হয়েছে ৮,১০,০০০ এবং মৃত্যু হয়েছে ১৪,৯০০ জনের। তার ওপর টিকাকরণ প্রক্রিয়া ধীরে চলায় বিপদ বেড়েছে আরও।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত