সম্প্রতি ইংল্যান্ডের একাধিক ক্রিকেটারের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। এমনকি, পাকিস্তানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) প্রথম ওয়ানডে ম্যাচে একাধিক নতুন ব্রিটিশ ক্রিকেটারকে খেলাতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। এবার করোনাক্রান্ত হলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার।
ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফেরার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রান্ট ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। সীমিত ওভারের দুই ফর্ম্যাটে মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বাকি শ্রীলঙ্কা দলের থেকে গ্রান্ট ফ্লাওয়ারকে আপাতত আলাদা রাখা হয়েছে। জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটসম্যান নিভৃতবাসে রয়েছেন যাবতীয় স্বাস্থ্য বিধি মেনে।
ইংল্যান্ড ফেরত শ্রীলঙ্কা দলের সকলেরই ইতোমধ্যেই আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে। তবে ফ্লাওয়ার ছাড়া আর কারও করোনাক্রান্ত হওয়ার খবর মেলেনি। তবে ফ্লাওয়ারের করোনাক্রান্ত হওয়ার খবর কিছুটা হলেও ভারতীয় দলকে চিন্তায় রাখবে।
আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ। ১৩ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে, ১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ১৮ জুলাই তৃতীয় তথা শেষ ওয়ানডে। এরপর ২১ জুলাই প্রথম টি-২০, ২৩ জুলাই দ্বিতীয় টি-২০ ও ২৫ জুলাই তৃতীয় তথা শেষ টি-২০। প্রতিটি ম্যাচই হবে একই ভেন্যুতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত