হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেইন শান্ত। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন সাদমান। এর কিছুক্ষণ পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্তও।
সাদমান ইসলাম ১৮০ বল খেলে সেঞ্চুরির দেখা পান। তবে শান্ত সেঞ্চুরি করেন ১০৯ বলে।
প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ইনিংসে রানের দেখা পেয়েছে বাংলাদেশের টপঅর্ডার। দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের পর তিন নম্বরে নাজমুল হোসেন শান্তুও করছেন সাবলীল ব্যাটিং। যার সুবাদে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৪ রান। নাজমুল হোসেইন শান্ত ১১৭ এবং সাদমান ইসলাম অপরাজিত থাকেন ১১৫ রানে।
এর আগে তৃতীয় দিন কোনো উইকেট না হারিয়ে ৪৫ রানে শেষ করে বাংলাদেশ। যেখানে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ প্রায় ১৯২ রানের লিড। আর প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৬৮ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন