লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। আগামীকালের ফাইনাল ম্যাচে দু’জনের বন্ধুত্ব নয়, বরং দলের হয়ে ম্যাচ জেতাই প্রধান লক্ষ্য হবে। কোপা আমেরিকার শিরোপা দখলের লড়াইয়ে কাল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনা মুখোমুখি হবে। দুই হেভিওয়েট দলের ঐতিহাসিক লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে।
গতবার চোটের কারণে ব্রাজিলের কোপাজয়ী দলের সদস্য ছিলেন না নেইমার। তাই এবার কোপা জয়ে বিশেষ উদ্যমী এই তারকা ফুটবলার। অপরদিকে, নিজের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবেন নেইমারের সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি।
দু’জনের বন্ধুত্ব আজও অটুট দাবি করলেও নেইমার জানান, ‘আমি বরাবরই বলে এসেছি মেসি খুব ভাল বন্ধু এবং আমার দেখা সর্বসেরা ফুটবলার। তবে এখন আমরা ফাইনালে একে অপরের প্রতিপক্ষ। টুর্নামেন্টে ব্রাজিল না থাকলে আমি সবসময় ওকে সাপোর্ট করি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও আমি সেইজন্যই ওকে সমর্থন করছিলাম। কিন্তু আমি ব্রাজিলের হয়ে নিজের প্রথম কোপা জিততে বদ্ধপরিকর।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক