সিকান্দার রাজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ৯.৩ ওভারে দলীয় ৩৯ রানে ফেরেন অধিনায়ক তামিম। এরপর পরই একে একে লিটন, মোসাদেক, মিথুন ও রিয়াদ সাজঘরে ফিরেন। দলীয় ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৪২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯১রান করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে ২৪১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।
বিডি প্রতিদিন/আরাফাত