জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য একাই লড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। একের পর এক উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় যখন বাংলাদেশ, তখন জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাকিব।
৮৪ রানে মাঠে আছেন সাকিব। তাকে সঙ্গ দিচ্ছেন সাইফুদ্দিন (১৫)। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৭ উইকেটে ২১৩ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে ২৪১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।
বিডি প্রতিদিন/এমআই