ভারতের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছয় মেরেছিলেন ঈশান কিশান। শুধু তাই নয়, তিনি সতীর্থদের আগেই বলে দিয়েছিলেন প্রথম বলে ছক্কা মারবেন। যুজবেন্দ্র চাহালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ঈশান নিজে।
রবিবার কলম্বোয় তারুণ্য নির্ভর ‘দ্বিতীয় সারির’ ভারতীয় দলের কাছে উড়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। আগে ব্যাট করে লঙ্কানদের ২৬২ রান ৮০ বল আগে পেরিয়ে ৭ উইকেটে জেতে ভারত। এই ম্যাচে অভিষেক হওয়া বাঁহাতি ঈশান ৪২ বলে ৮ চার, ২ ছক্কায় করেছেন ৫৯ রান।
শ্রীলঙ্কাকে প্রথম একদিনের ম্যাচে হারানোর পর রবিবার সেখানে চাহালের অতিথি ছিলেন ঈশান। সেখানেই তার প্রথম বলে ছক্কা মারার রহস্য ফাঁস হয়।
ঈশান বলেন, ‘পরিবেশটা একেবারে আমার উপযুক্ত ছিল। প্রথমত আমার জন্মদিন ছিল। তা ছাড়া প্রথমে ৫০ ওভার উইকেট কিপিং করেছিলাম। ফলে ততক্ষণে বুঝে গিয়েছিলাম, এই উইকেটে স্পিনাররা খুব একটা কিছু করতে পারবে না। এটাও বুঝেছিলাম, প্রথম বলেই ছয় মারার সুযোগ রয়েছে। দলের সবাইকে সেটা বলেওছিলাম যে, যে-ই বল করুক, যেখানেই বল ফেলুক, প্রথম বলেই আমি ছয় মারব।’
ঈশানের কাছে চাহাল জানতে চান, তিনি ভয় পাননি? ঈশান বলেন, ‘নেটে আমি খুব ভাল ছন্দে ছিলাম। তাই ভেবেছিলাম, ম্যাচেও ঠিক সেই জিনিসটাই করতে হবে। জানতাম, বলটা যদি আমার পছন্দের জায়গায় পড়ে, তাহলে মাঠের বাইরে পাঠাতে পারবই।’
বিডি প্রতিদিন/এমআই