শুরু থেকে আগ্রাসী ছিলেন তামিম ইকবাল। শুরুতে লিটন দাস ও পরে সাকিব আল হাসানের সঙ্গে দু’টি দারুণ জুটিও গড়েছেন এই টাইগার ওপেনার। মাত্র ৮৭ বল খেলে ৭ চার ও ৩ ছক্কায় তিন অংকে পৌঁছেছেন তিনি। তবে জয়ের পথে হুট করেই ব্যাকফুটে চলে গেল টাইগাররা। ডোনাল্ড ত্রিপানোর করা ৩৫তম ওভারের পরপর দুই বলে ফিরে গেলেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং বিপদের ত্রাতা মাহমুদউল্লাহ রিয়াদ।
২ উইকেটে ২০৪ থেকে হুট করেই ৪ উইকেটে ২০৪ হয়ে গেল বাংলাদেশ! ত্রিপানোর করা প্রথম বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ৯৭ বলে ৮ চার ৩ ছক্কায় ১১২ রান করা তামিম ইকবাল। পরের বলেই সেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েই 'গোল্ডেন ডাক' মারেন মাহমুদউল্লাহ।
বিডি-প্রতিদিন/শফিক