পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিজের বলে ফিল্ডিং করে দুর্দান্ত ক্যাচ নিয়ে কিউই ব্যাটসম্যান কোল ম্যাকনিকে ফেরান মুস্তাফিজ। ৩ ওভার শেষে ১১ রান খরচ করে ২ উইকেট নেন মুস্তাফিজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৮.৩ ওভার শেষে ৯১ রান।
আজকের ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই ফরম্যাটে সিরিজ জয় করবে বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ ২-১ এ এগিয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন