লিওনেল মেসির মতো তারকাকে গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে দলে পেয়েছে পিএসজি। আর্জেন্টাইন তারকাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নে বিভোর ফরাসি ক্লাবটি।
পিএসজি মেসিকে পাওয়ায় সুফল পাচ্ছে মাঠের বাইরেও। বার্সেলোনার সাবেক অধিনায়ক যোগ দেওয়ার পর থেকে লিগ ওয়ানের দলটির ব্র্যান্ড ভ্যালুর ব্যাপক উন্নতি হয়েছে। বলা যায়, মেসিকে পেয়ে ‘সোনার হরিণ’ পেয়েছে পিএসজি।
পিএসজি ও মেসির কাগজে-কলমে চুক্তি হতেই আর্জেন্টাইন তারকার নাম লেখা জার্সি মুহূর্তেই বিক্রি হয়ে যায়। এরই মধ্যে পিএসজির হয়ে অভিষেকও হয়ে গেছে মেসির। আন্তর্জাতিক বিরতির আগে রিমসের মাঠে বদলি হিসেবে খেলেছিলেন এই সুপারস্টার।
ডিয়ার, ক্রিপ্টোর মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে পিএসজির। ক্রিপ্টোর সঙ্গে তিন বছরের যে চুক্তি, তা থেকে পিএসজির ২৫-৩০ মিলিয়ন ইউরো আয় হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ