ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজে ভারতীয়দের মধ্যে যৌথ ভাবে সর্বোচ্চ ২৭টি উইকেট নিয়ে আগেই নজির গড়েছিলেন অক্ষর প্যাটেল।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্টের ৬টি ইনিংসে ৪ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন বাঁ-হাতি স্পিনার অক্ষর। সেই ধারা তিনি বজায় রাখলেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে অক্ষর তুলে নেন রস টেলর, হেনরি নিকোলস, টম লাথাম, টল ব্লান্ডেল ও রাচিন রবীন্দ্রর উইকেট। সব মিলিয়ে ক্যারিয়ারের ৪ নম্বর টেস্টের সাত নম্বরে ইনিংসে বল হাতে পাঁচ ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অক্ষর।
এতে অভিষেক বছরে সবথেকে বেশিবার ৫ উইকেট নেওয়ার নিরিখে রডনি হগের রেকর্ড ছুঁয়ে ফেলেন অক্ষর। ১৯৭৮ সালে নিজের অভিষেক মৌসুমে অজি পেসার ৩টি টেস্টে ৫ ইনিংসে ৫ উইকেট করে নিয়েছিলেন। ৪৩ বছর পর অক্ষর নিজের চার নম্বর টেস্টে এমন কৃতিত্ব অর্জন করেন।
এ নিয়ে টানা ৬টি ইনিংসে ৪টি বা তারও বেশি উইকেট দখল করেন অক্ষর। সেই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন জনি ব্রিগসের নজির। এই তালিকায় তার আগে রয়েছেন কেবল চার্লি টার্নার, ওয়াকার ইউনুস ও মুরলিধরন। চার্লি টানা ৮ বার ইনিংসে ৪টি বা তারও বেশি উইকেট সংগ্রহ করেছেন। ওয়াকার ও মুরলিধরন উভয়েই ৯ বার করে এমন কৃতিত্ব অর্জন করেন।
ক্যারিয়ারের প্রথম চারটি টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় ইতোমধ্যেই দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষর। কানপুরের প্রথম ইনিংসের পর অক্ষরের সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৩২টি উইকেট। নরেন্দ্র হিরওয়ানি ভারতের হয়ে ক্যারিয়ারের প্রথম চারটি টেস্টে সবথেকে বেশি ৩৬টি উইকেট নিয়েছিলেন। সুতরাং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলে অক্ষর টপকে যাবেন হিরওয়ানিকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন