কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেলে নিজেই জানিয়েছেন, তাকে কোলন টিউমারের চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। প্রতি মাসেই তাকে কেমো থেরাপি নিতে হয়। আর তার জন্যই রবিবার হাসপাতালে ভর্তি হন তিনি।
পেলে তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে গাল ভরা হাসতে দেখা গেছে তারকাকে। সঙ্গে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, যেহেতু আমাকে প্রতি মাসে এটা (ফলোআপ) করাতে হচ্ছে। তাই আমার চিকিৎসা চালিয়ে যেতে হাসপাতালে যাচ্ছি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি ইতোমধ্যেই একটি বড় টিভি এবং পপকর্ন অর্ডার করেছি। যাতে আমি পরে সুপার বোল (রাগবি) দেখতে পারি। যদিও আমার বন্ধু টমব্র্যাডি খেলছে না, তবুও আমি ম্যাচটি দেখব। ভালোবাসায় পরিপূর্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত বছরই ৮১ বছরের তারকা ফুটবলারের শরীরে কোলন টিউমার ধরা পড়ে। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বাদ দেওয়া হয় তার শরীর থেকে। তবে এখনো কেমোথেরাপি নিতে হচ্ছে ফুটবল সম্রাটকে। সাও পাওলোর এক হাসপাতালে তার চিকিৎসা চলছে। আর তার জন্যই ফের হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ