২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের চেয়ে এবার দ্বিগুণ প্রাইজমানি পাবেন বিশ্বকাপ জয়ী মেয়েরা। নিউজিল্যান্ডে আগামী আইসিসি মেয়েদের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে ১০ লাখ ৩২ হাজার ডলারের নগদ পুরস্কার।
শুধু চ্যাম্পিয়নরা নয়, পুরো প্রতিযোগিতার জন্য নগদ পুরস্কারের পরিমাণ গত বছরের চেয়ে ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে। অংশগ্রহণকারী ৮ দল সাড়ে ৩০ লাখ ডলার ভাগাভাগি করে নিবে, যা আগের আসরের চেয়ে সাড়ে ১০ লাখ ডলার বেশি। মঙ্গলবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে।
রানার্সআপ দল ঘরে নিয়ে যাবে ৬ লাখ ডলার। গত আসরে দ্বিতীয় সেরা হওয়া দলটি যা পেয়েছিল, তার চেয়ে ২ লাখ ৭০ হাজার ডলার বেশি। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল এবার পাবে ৩ লাখ ডলার করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া চার দলকে দেওয়া হবে গত আসরের চেয়ে ৩০ হাজার ডলার বেশি ৭০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জিতলে দলগুলো পাবে ২৫ হাজার ডলার করে, মানে এই পর্বে মোট ৭ লাখ ডলার খরচ।
এনিয়ে টানা দুইবার মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানো হলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ