বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেখানে খেলার জন্য সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। তবে এবারের আইপিএলের মেগা নিলামে অনেক বিশ্বসেরা তারকা ক্রিকেটার দল পাননি। ইনজুরি, বয়স, ফর্ম ও জাতীয় দলের শিডিউল জটিলতা- সবমিলিয়ে তাদের কিনতে আগ্রহী হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এবারের আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ গঠন করলে, সেই দলটি আনায়াসে আইপিএলের যে কোনো দলকে সহজেই হারাতে পারবে। এমনই একটি একাদশটি গঠন করেছে স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকেটএডিক্টরডকম।
ক্রিকেটএডিক্টরডকম একাদশে ওপেনারের দায়িত্ব দিয়েছে অজিদের টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও আফগান উইকেটরক্ষক ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজের ওপর। এরপরই ব্যাটে আসবেন মি. আইপিএল খ্যাত সুরেশ রায়না। চারে আছেন আগের মৌসুমে দিল্লির হয়ে খেলা স্টিভ স্মিথ। আর পাঁচে রাখা হয়েছে গতবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করা এউইন মরগ্যানকে। এই দলের অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি। এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। আট নম্বরে আছেন ব্যাট হাতে ২০১৪ সালে কলকাতাকে শিরোপা জেতানো স্পিনার পিযুষ চাওলা। নয় নাম্বারে আরেক স্পিনার অমিত মিশ্রা। ১০ ও ১১ নাম্বারে আছেন দুই ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও ধাওয়াল কুলকার্নি।
ক্রিকইনফো প্রকাশিত আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের একাদশ-
অ্যারন ফিঞ্চ, রহমতউল্লাহ গুরবাজ, সুরেশ রায়না, স্টিভেন স্মিথ, সৌরভ তিওয়ারি, ইয়ন মরগান, সাকিব আল হাসান, পীযূষ চাওলা, অমিত মিশ্রা, ইশান শর্মা, ধাওয়াল কুলকার্নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ