দেশের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার রাজিন সালেহকে বড় দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিক সিরিজের জন্য ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ।
গতকাল রাজিনের বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস, ‘আমরা রাজিন সালেহকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। শুধু আফগানিস্তান সিরিজের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচ টি-২০ সিরিজের জন্য ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ।
উল্লেখ্য, খেলা ছাড়ার পর রাজিন এখন পুরোদস্তুর কোচিং নিয়ে ব্যস্ত। ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। ক্রিকেটারদের সঙ্গে তার বোঝাপড়া ভালো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ