আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক মিডল-অর্ডার ব্যাটার স্টুয়ার্ট গ্রান্ট ল।’
তিনি টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য রশিদ-নবিদের দায়িত্ব নিতে এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন।
শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এর আগে গত দুই বছর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন লেন্স ক্লুজনার। তার অধীন আফগানিস্তান ক্রিকেট দল গত দুই বছরে বিপ্লব ঘটিয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে দাপট দেখানোর পাশাপাশি জয় তুলে নিয়েছে টেস্ট ক্রিকেটেও। তার অধীন আফগানরা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে ৯টিতে। ৬ ওয়ানডে ম্যাচের ৩টিতে এবং ৩ টেস্টের ১টিতে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া ক্লুজনারের মেয়াদ ছিল ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত।
টাইগারদের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল।
২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছিলেন স্টুয়ার্ট ল। সাকিব-তামিমদের কোচ হিসেবে বেশ সফলও ছিলেন এই অস্ট্রেলীয়। তার সময়ই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে নয় মাসের বেশি কাজ করেননি তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন