পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করায় পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) অজি পেসার জেমস ফকনারকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পিসিবি।
এক টুইটার বার্তায় পিসিবির বিরুদ্ধে পাওনা পরিশোধ নিয়ে মিথ্যাচারের অভিযোগ আনেন ফকনার। তার অভিযোগ ছিল, পারিশ্রমিকের বিষয়ে তার সাথে ক্রমাগত মিথ্যাচার করে গেছে পিসিবি। চুক্তিতে যে পারিশ্রমিকের কথা বলা হয়েছিল সেটি দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন তিনি।
টুইটারে ফকনার লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তি মোতাবেক পারিশ্রমিক দিচ্ছে না। ’
ফকনার আরও লিখেছেন, ‘পিসিবি ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে, যা আমাকে কষ্ট দিয়েছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও দেশটিতে ক্রিকেট ফেরানোর জন্য সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবির কাছ থেকে রীতিমতো অপমানই পেয়েছি। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পারছেন।’
ফকনারের এমন টুইটের পর পাল্টা এক টুইট করেছে পিসিবি। যেখানে বলা হয়েছে, ‘পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দুঃখের সঙ্গে জেমস ফকনারের মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগ আমলে নিয়েছে এবং শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করবে।’
বিডি প্রতিদিন/এমআই