খাদে পড়ে যাওয়া দলটাকে টেনে তোলা, টানা সাত ম্যাচ জিতে বিপিএলের ফাইনালে আসা। বিশেষ করে প্রথম কোয়ালিফায়ারে ক্যাপ্টেন্সির মুন্সিয়ানায় টানটান উত্তেজনার ম্যাচে কুমিল্লাকে হারিয়ে দলকে ফাইনালে তুলেছেন। এমনকি ফাইনালে সুনীল নারিন ঝড়ের পরও কুমিল্লাকে ১৫১ রানে বেঁধে ফেলা। সবশেষ এক ম্যাচে হেরে সুপার সাকিবের ট্র্যাজিক হিরো বনে যাওয়া।
সব ঘটনাই যারা টানটান চোখে দেখেছেন, তারা নিশ্চয়ই মানবেন বিপিএলে ব্যক্তিগত পারফর্মের পাশাপাশি দারুণ করেছেন অধিনায়ক সাকিব। তাই অনুমিতভাবেই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট `ক্রিকইনফোর' বিপিএলের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা সাকিবের সাথে এই দলে আরো আছেন, কুমিল্লার অলরাউন্ডার সুনীল নারিন, অলরাউন্ডার মঈন আলি। কুমিল্লার পেসার মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম। তাদের সাথে আছেন ঢাকার তামিম ইকবাল খান, খুলনার আন্দ্রে ফ্লেচার ও ইয়াসির আলী রাব্বি, চট্টগ্রামের উইল জ্যাকস ও মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেট থেকে সেরা একাদশে আছেন এনামুল হক বিজয়।
বিডি প্রতিদিন/নাজমুল