দুই বা তিন নয়, আইপিএলে প্রথম পাঁচটা ম্যাচে অ্যারন ফিঞ্চ এবং প্যাট কামিন্সকে পাবে না কেকেআর। বর্তমানে পাকিস্তানে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া দল। সেখানে রয়েছে দুইজনই। আশঙ্কা করা হয়েছিল প্রথম তিনটি ম্যাচে পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটারকে।
কিন্তু কেকেআরের মেন্টর ডেভিড হাসি জানিয়ে দিলেন, প্রথম পাঁচ ম্যাচে পাওয়া যাবে না ফিঞ্চ এবং কামিন্সকে। সূচি অনুযায়ী ৫ এপ্রিল শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। সেখান থেকে সোজা নাইট শিবিরে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। কিন্তু যোগ দিলেও আইপিএলের নিয়ম অনুযায়ী এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। হাসি জানান, সেটা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে কেকেআরের পাঁচটা ম্যাচ হয়ে যাবে।
ডেভিড হাসি বলেন, সবাই নিজেদের সেরা ক্রিকেটারদের খেলাতে চায়। তাদের না থাকা আমাদের জন্য বড় চিন্তা। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দেওয়া উচিত। দেশের হয়ে খেলাকে গুরুত্ব দেওয়া উচিত। দলের দুই তারকা ক্রিকেটারের প্রথম পাঁচ ম্যাচে না থাকা বড় ধাক্কা। বিশেষ করে কামিন্সের না থাকাটা। তিনি এবং সাউদি ছাড়া দলে আন্তর্জাতিক মানের বিদেশি পেসার নেই। এদিকে ফিঞ্চের অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানে বা স্যাম বিলিংসকে দিয়ে ওপেন করতে পারে কেকেআর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ