বয়সের হিসেব বলছে অস্বাভাবিক কিছু না ঘটলে কাতার বিশ্বকাপেই বিশ্বমঞ্চে শেষ হতে পারে রোনালদোর অধ্যায়। মানে কাতার বিশ্বকাপই রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে শেষ বিশ্বকাপ খেলতে পারা না পারা নিয়ে আছে সংশয়। কারণ আজ রাতের প্লেঅফ নিশ্চিত করবে রোনালদো কাতার বিশ্বকাপে খেলবেন কিনা?
রাত পৌনে দুইটায় তুরস্কের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। এই ম্যাচ হেরে গেলে আর কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না রোনালদো। সেই সাথে বিশ্বকাপেও শেষ হয়ে যেতে পারে সিআর সেভেন অধ্যায়। ২০২৬ ফুটবল বিশ্বকাপে রোনালদোর বয়স হবে ৪১। ওই বয়সে রোনালদো ফুটবল বিশ্বকাপে খেললে তা হবে রীতিমতো অবিশ্বাস্য।
অবশ্য তুরস্ককে হারালেই বিশ্বকাপ নিশ্চিত, তেমনটাও নয়। এই ম্যাচ জিতলেও রোনালদোদের খেলতে হবে দ্বিতীয় প্লে-অফ ম্যাচ। সেই ম্যাচের প্রতিপক্ষ হবে ইতালি ও উত্তর মেসিডোনিয়া ম্যাচের জয়ী দল। এই দ্বিতীয় প্লে-অফ জিতলে তবেই বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে। সেখানেও ধরে নেওয়া যায় বড় বাধা হবে ইতালি। তাই রোনালদো বিশ্বকাপে যাবেন নাকি টিকেট পাবেন মানচিনি; সেও এক মহাসমীকরণের বিষয়।
তবে তুরস্কের বিপক্ষে নামার আগে পরিসংখ্যান অবশ্য পর্তুগালের পক্ষেই সায় দিচ্ছে। এখন পর্যন্ত দুই দল খেলেছে ৮ ম্যাচ। যেখানে পর্তুগিজদের জয় ৬টি। বাকি দুই জয় তুরস্কের। তবে ২০১২ সালে দুই দলের সবশেষ দেখায় জয়টা ছিল তুরস্কের।
বিডি প্রতিদিন/নাজমুল