ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে অপরাজেয় ছিল দক্ষিণ আফ্রিকা। এবার তারাই নাকানিচুবানি খেয়ে টাইগারদের কাছে ওয়ানডে সিরিজ হেরে গেল। এতে চরম হতাশ প্রোটিয়া প্রধান কোচ মার্ক বাউচার। তিনি বললেন, বাংলাদেশের ভয়ে ঘুমিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বাউচার বলেন, 'খেলায় আমাদের মনোযোগ ছিল না। শুরুটা দারুণ হয়েছিল। তবে ১ উইকেট হারানোর পর নেতিয়ে পড়ি আমরা। মনে হচ্ছে, টাইগারদের ভয়ে ঘুমিয়ে পড়েছিল প্রোটিয়ারা। সবাইকে আউট হওয়ার আতঙ্ক গ্রাস করেছিল।’
তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংবান্ধব ছিল। এতে ৩০০ রানের বেশি করা যেতো। কিন্তু তারা পারেনি। যেটা একমদমই ঠিক হয়নি।’
প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে হারে তারা। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আসে। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। অবিশ্বাস্যভাবে সেই ম্যাচ জিতে ইতিহাস গড়ে টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সিরিজ জেতে তারা।
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ফলে ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৯ উইকেটে ঐতিহাসিক জয় তুলে নেয় লাল-সবুজ জার্সিধারীরা।
এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন গতি তারকা তাসকিন আহমেদ। তাকে যোগ্য সঙ্গ দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তবে বাউচার মনে করেন, বাংলাদেশি স্পিনারদের বিপক্ষেও স্বাছন্দ্যে খেলতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা।
দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার বলেন, টাইগার স্পিনাররা ধীর গতিতে বোলিং করেছে। যেটা আমরা বুঝে উঠতে পারিনি। এ ধরনের বোলারদের মোকাবেলা করার মতো আত্মবিশ্বাস ছিল না আমাদের।
বিডি প্রতিদিন/আরাফাত