কষ্টের জয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল।
বাছাইয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ পর্তুগাল এগিয়ে যায় পঞ্চদশ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে বের্নার্দো সিলভার শট পোষ্টে লেগে ফেরার পর দুরূহ কোণ থেকে বল জালে পাঠান ওতাভিও। ৪২তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন ওতাভিও। তার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা।
ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে গোলটি করেন ইলমাজ।
তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পেনাল্টি মিস ইলমাজ। স্পট কিক উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। তুরস্কের ইনেস উনাল ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেস। রাফায়েল লিয়াওয়ের থ্রু বল ধরে গোলটি করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ