টস হেরে ব্যাট করতে নেমে নারী বিশ্বকাপে কার্টেল ওভারের এই লড়াইয়ে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ওয়েলিংটনে এদিন বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি নেমে এসেছে ৪৩ ওভারে। এতে অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ১৩৬ রান।
প্রথম ইনিংসে মুর্শিদা খাতুন ১২, শারমিন আখতার ২৪, ফারজানা হক ৮, নিগার সুলতানা ৭, রুমানা আহমেদ ১৫, লতা মণ্ডল ৩৩, সালমা খাতুন (অপরাজিত) ১৫ ও নাহিদা আকতার (অপরাজিত) ৩ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে দু’টি করে উইকেট নেন অ্যাশলেই গার্ডনার ও জেস জোনাসেন। একটি করে উইকেট নিয়েছেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড। বাংলাদেশের প্রথম মহিলা ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একা হাজার রানের মাইলফলক টপকে যান ফারজানা।
বিডি-প্রতিদিন/শফিক