টানা চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। চারবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু আর নয়, এবার নেতৃত্বের ব্যাটন সতীর্থ ও প্রিয় রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার (২৬ মার্চ) প্রথম ম্যাচ চেন্নাইয়ের। আর তার আগেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন মাহি।
ভবিষ্যতের কথা ভেবে সিএসকের অধিনায়কত্বের দায়িত্ব নিজেই জাদেজার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। ক্রিকেটার হিসাবে খেলবেন ধোনি। বৃহস্পতিবার (২৫ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে চেন্নাই সুপার কিংস।
সেই ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দুইবছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাকে অধিনায়ক করা হয়। এরপর থেকে দুইবার আইপিএল জিতেছে চেন্নাই। সবসময়ই ধোনিই ছিলেন অধিনায়ক।
এদিকে, ২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন জাদেজা। মাঝে একবার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন। জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
দায়িত্ব ছেড়ে দেওয়ায় ধোনি ভক্তরা হতাশ। তবে চেন্নাই ফ্রাঞ্চাইজি জানিয়েছে, চলতি মৌসুম তো বটেই, পরের মৌসুমেও ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন ধোনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ