করোনার কারণে গেলো বছর ভারতে পুরো আইপিএল শেষ করতে পারেনি সৌরভ গাঙ্গুলির ক্রিকেট বোর্ড। অর্ধেকটা করতে হয়েছিল মরুরাজ্য সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতে করোনার দাপট কম, ঘটা করেই ঘরের মাঠে আইপিএল আয়োজনের সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। তবে আইপিএল শুরুর একদিন আগেই ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেল, আইপিএল ঘিরে সন্ত্রাসী হামলার শঙ্কা আছে।
যদিও মুম্বাই পুলিশ বলছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। হামলার শঙ্কার কথা উড়িয়ে দিলেও নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করছে মুম্বাই কর্তৃপক্ষ।
যে চার স্টেডিয়ামে খেলা হবে তার মধ্যে ওয়াংখেড়েতেই ২০টি ম্যাচ হওয়ার কথা। ইতি মধ্যেই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ২৬ মার্চ থেকে ২২ মে পর্যন্ত মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম, বোম্ব স্কোয়াড, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স।
একটি অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছে মুম্বাই পুলিশ। তাতে ফ্র্যাঞ্চাইজিগুলির পাশাপাশি আইপিএলের সাথে যুক্ত কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বেশি কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা গেছে, একটি সাঁজোয়া পুলিশি গাড়ি আইপিএলের দলের বাসের সামনে সামনে যাবে। টিম হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত গাড়ি পার্ক করে রাখা যাবে না। আপৎকালীন একটি বিকল্পও পথ রাখা হয়ে খেলোয়াড়দের জন্য। বাসের চালক এবং অন্যান্য কর্মীদের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি হবে। আইপিএল চলাকালীন কর্মী পরিবর্তন করা হবে না। হোটেলের কর্মীদের পরিচয়ের প্রমাণ ছাড়া ঢুকতে দেওয়া হবে না। কোনও খেলোয়াড় অতিথি আনতে চাইলে আগে থেকে দলের ম্যানেজারের অনুমতি নিতে হবে।
সূত্র: আনন্দবাজার, ক্রিকেট এডিক্টর
বিডি প্রতিদিন/নাজমুল