সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়ন এবার তামিম ইকবালের দলকে দু’হাত ভরে দিয়েছে। কোথাও কোনো কমতি রাখেনি এই স্বর্গরাজ্য। ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন; ৩১৫ রানের বড় টার্গেটে তামিম ইকবালের দল কুপোকাত করেছিল সাউথ আফ্রিকাকে। ব্যাটে সেদিন ৯৫ রানের রেকর্ড জুটি গড়েছিলেন তামিম-লিটন। পরে ১১৫ রানের পার্টনারশিপ ছিল সাকিব-রাব্বির। বল হাতে সেদিনও দাপট দেখিয়েছেন তাসকিন, নিয়েছেন তিন উইকেট। স্পিন ভেল্কিতে মিরাজ করেছেন বাকি কাজটা। ফল ৩৮ রানে জয়। প্রথমবার সাউথ আফ্রিকার মাটিতে ওদের হারিয়ে ইতিহাস গড়ে টিম টাইগার্স।
তবে সেঞ্চুরিয়ন থেকে জোহানেসবার্গে পুরোটাই পাল্টে যায় দৃশ্যপট। ১৯৫ রানের মামুলি টার্গেটে টাইগারদের শেষরক্ষা হয়নি, পেতে হয়েছে ৭উইকেটের বড় হারের স্বাদ।
তবে তৃতীয় ম্যাচ, আবারও আগের ভেন্যু সেঞ্চুরিয়ন। মুদ্রার ওপিঠ দেখালো বাংলাদেশ। তাসকিন নৈপুণ্যে মাত্র ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা। জয়ের লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশকে খোয়াতে হয়েছে মাত্র একটি উইকেট। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন খান, ৮৭ রানে ছিলেন অপরাজিত। এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, ইতিহাসের ওপর দাঁড়িয়ে ফের ইতিহাস গড়ে ঐতিহাসিক সিরিজ জিতে নিয়েছে টিম টাইগার্স।
তাই ফুরফুরে মেজাজে আছেন তামিম। টেস্ট খেলতে সাউথ আফ্রিকায় থেকে যাওয়া বাংলাদেশ দলের সদস্যদের একাংশের সাথে ছবি দিয়ে ফেসবুকে লিখলেন, ‘অ্য গুড ফ্রাইডে উইথ দ্য বয়েজস।’ সেই ছবিতে আছেন হাসিমাখা বদনের তাসকিনও, টেস্ট সিরিজ খেলতে গিয়ে আইপিএলের বড় মওকাটা যার ক’দিন আগেই হাতছাড়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল