বিশ্ব কাঁপানো ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ২০২২ সিজনের পর্দা উঠছে আজ। রাত আটটায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে গেল আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই গেল বার ধোনির হাত ধরে চ্যাম্পিয়নের ট্রফি নিজের ঘরে তুলেছিল। তবে মরগানের কলকাতা ফিরেছিল রানার্সআপ হয়ে।
এবার দুই দলের নেতৃত্বেই পরিবর্তন। কলকাতার সাবেক অধিনায়ক মরগান এবার আইপিএলে দলই পানননি। দিল্লি ক্যাপিটালস থেকে দলে টেনেই শ্রেয়াস আইয়ারকে আগেই অধিনায়ক করেছে কলকাতা। আর ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় পর রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করেছে চেন্নাাই সুপার কিংস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে কলকাতা-চেন্নাইয়ের মহারণ। অধিনায়কত্বের প্রথম ম্যাচটি অবশ্য জাদেজার জন্য খুব একটা সহজ হবে না। ইনজুরির কারণে তারকা পেসার দীপক হুদাকে লম্বা সময় এবং ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার মঈন আলিকে পাচ্ছে না চেন্নাই।
অবশ্য একই সমস্যায় পড়তে হবে আইয়ারকেও। অ্যালেক্স হেলসের বদলি হিসেবে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনই দলের সাথে যোগ দিতে পারছেন না। ফলে টপ অর্ডার নিয়ে ভিন্ন চিন্তাই করতে হবে কলকাতাকে। পাশাপাশি কিউই পেসার টিম সাউদিও থাকছেন না আজকের ম্যাচে।
বিডি প্রতিদিন/নাজমুল