দেশের জন্য খেলতেই তাদের এমন বিশেষ দিবসগুলোতে থাকতে হয় বিদেশে। স্বজনহীনতার সেই সব দিনেও দেশের জন্য মন পোড়ে। বিশেষ করে স্বাধীনতা দিবসের মতো আবেগি দিনগুলোতে হৃদয়ের তানপুরার বাজে ভালোবাসার সুর।
এবারও বিজয় দিবসে দেশের বাইরে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে বসেই বিজয় উদযাপনে ভাগ বসালেন মুমিনুল, মুশফিক, লিটন আর তামিমরা। সাউথ আফ্রিকার চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরুর আগে জাতীয় পতাকা হাতে সবাই মিলে গেয়েছেন জাতীয় সঙ্গীত।
সেই ছবি দিয়ে তামিম ইকবাল তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘কী শোভা, কী ছায়া গো! কী স্নেহ, কী মায়া গো! কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।’
আগামী শুক্রবার ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/নাজমুল