নারী বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড পাকিস্তানকে পরাজিত করেছে ৭১ রানে। হোয়াইট ফার্নদের দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯৪ রানে থামে বিসমাহ মারুফের দল। তবে সেমিফাইনালে নাম লেখাতে এই জয়ও যথেষ্ট ছিল না নিউজিল্যান্ডের মেয়েদের জন্য। ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে স্বাগতিকরা।
এদিন ব্যাট করতে নেমে ৩৯ রান করেন পাকিস্তানের ওপেনিং জুটি মুনীবা আলী ও সিদরা আমিন। এরপর নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় বঞ্চিত হয় পাকিস্তান। বল হাতে সাফল্যের পর ব্যাটে হাতেও সাবলীল ছিলেন নিদা দার। ৫৩ বলে তিনি খেলেন ৫০ রানের একটি ইনিংস। হোয়াইট ফার্নদের হয়ে হান্নাহ রোউই দখল করেন ৫ উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের সুজি বেটস ১৩৫ বল খেলে ১৪ চারে ১২৬ রান করে আউট হন। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। এই ১২৬ রানের মধ্য দিয়ে নিউ জিল্যান্ডের প্রথম ও বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সী তারকা। তিনি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন কেটি মার্টিন। ২৯ রান করেন ব্রুক হালিডে। বল হাতে পাকিস্তানের নিদা দার ৩টি উইকেট নেন।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক