প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের প্রসঙ্গ উঠলেই সামনে চলে আসে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতি। সে পথ ধরে এগিয়েই দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন বুনছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন।
এবাদত বলেন, ‘বছরের শুরুতে আমরা খুব ভালো শুরু করেছি মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট দিয়ে। ওখান থেকে আমাদের সবার, পুরো টিমের আত্মবিশ্বাস আসলে বেড়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি যে যেহেতু আমাদের এই বছরটা ভালো ভাবে শুরু করছি এবং এইভাবে এই আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এই আত্মবিশ্বাস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ওয়ানডে সিরিজ জিতেছি। টেস্টের যে সিরিজ আছে এটাও আমরা জিততে চাই।’
মাউন্ট ম্যাঙ্গানুইয়ে পেসারদের কল্যাণে টেস্ট জিতলেও ক্রাইস্টচার্চে পরের ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকায় অবশ্য সেই পেসারদের হাত ধরে সিরিজ জয়ের সাফল্য এসেছে। পঞ্চাশ ওভারের ফরম্যাটের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার শুরুরটা আগামী ৩১ মার্চ ডারবানে। পেসারদের হাত ধরে মাউন্ট ম্যাঙ্গানুইয়ের জয়ের স্মৃতি ফেরানোর প্রত্যাশা এবাদত হোসেনের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ