১৯ মে, ২০২২ ১২:৪১

ডিভিলিয়ার্সকে টপকে আইপিএলে নতুন ইতিহাস লিখলেন ডি কক

অনলাইন ডেস্ক

ডিভিলিয়ার্সকে টপকে আইপিএলে নতুন ইতিহাস লিখলেন ডি কক

কুইন্টন ডি কক

আইপিএলের ৬৬ নম্বর ম্যাচে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও লখনউ সুপার জায়েন্টস (এলএসজি)।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে লখনউ ২১০ রান তোলে। এই রান তাড়া করতে নেমে নাইটদের লড়াই থামে ২০৮ রানে। 

বুধবার লখনউ এই বিশাল রান তোলে তাদের দুই ওপেনার কুইন্টন ডি কক (৭০ বলে অপরাজিত ১৪০) ও ক্যাপ্টেন কেএল রাহুলের (৫১ বলে ৬৮) ঝড়ো ব্যাটিংয়ে। 

এদিন ডি কক তার অসাধারণ ইনিংসের সৌজন্যে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রান শিকারি ব্যাটারদের তালিকায় চলে এলেন তিনে। টপকে গেলেন স্বদেশীয় এবি ডিভিলিয়ার্সকে।

আইপিএলের এক ইনিংসে সর্বাধিক রানশিকারি যারা

ক্রিস গেইল (১৭৫*, আরসিবি’র হয়ে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে)

ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮*, কেকেআরের হয়ে ২০০৮ সালে আরসিবি’র বিপক্ষে)

কুইন্টন ডি কক (১৪০*, লখনউ সুপার জায়েন্টসের হয়ে ২০২২ সালে কেকেআরের বিপক্ষে)

এবি ডিভিলিয়ার্স (১৩৩*, আরসিবি’র হয়ে ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে)

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর