১৯ মে, ২০২২ ১৭:০৩

বান্দরবানে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পার্বত্য জেলা বান্দরবানে শুক্রবার (২০ মে) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২। 

শুক্রবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করছে। 

টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার ১৯ মে সকালে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি টুর্নামেন্ট বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। 

তিনি বলেন, স্বাগতিক জেলাসহ দেশের ৮টি স্বনামধন্য ফুটবল ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দেশসেরা ফুটবলারসহ বিদেশী খেলোয়াড়রা এসব ক্লাবের পক্ষে মাঠে নামবে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব লক্ষীপদ দাশ, মিডিয়া সেলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনু এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর