আইপিএলের গ্রুপ পর্বের শেষদিকে নাটকীয় মোড় নিয়েছে খেলা। জিতলেই প্লে অফে চলে যেত দিল্লি ক্যাপিটালস। কিন্তু বাঁচা-মরার ম্যাচে শেষপর্যন্ত জিততে পারেনি ঋষভ পন্থের দল। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।
তবে মুম্বাইয়ের এই জয়ে কপাল খুলে গেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি)। চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফ চলে গেলেন কোহলিরা।
এই ম্যাচ মুম্বাইয়ের জন্য যতটা না জরুরি ছিল, তার থেকে অনেক বেশি জরুরি ছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির জন্য। সম্ভবত সেকারণেই রোহিত-পন্থদের লড়াই দেখতে টিভির সামনে বসে পড়েছিল পুরো বেঙ্গালুরু দল। রোহিতের মুম্বাই অবশ্য কোহলিদের হতাশ করেনি।
শনিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লির। ভরসাযোগ্য দুই বিদেশি ব্যাটার ওয়ার্নার (৫) এবং মিচেল মার্শ (০) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এরপর পৃথ্বী শ’কে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক পন্থ।
কিন্তু পৃথ্বী শ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। তিনি করেন ২৪ রান। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান সরফরাজ খানও। একটা সময় মাত্র ৫০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। সেখান থেকে পন্থ এবং রভম্যান পাওয়েলের জুটি ঘুরে দাঁড়ায়। পন্থ খেলেন ৩৯ রানের ইনিংস। আর পাওয়েল করেন ৪৩। শেষদিকে মাত্র ১০ বলে ১৯ রান করে অক্ষর প্যাটেল দিল্লিকে ১৫৯ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেনি মুম্বাই। পাওয়ার প্লে-কে একেবারেই কাজে লাগাতে পারেননি রোহিতরা। মুম্বাই অধিনায়ক তো শুরুর দিকে ব্যাটে বলই ছোঁয়াতে পারছিলেন না। ১৩ বলে মাত্র ২ রান করে রোহিত আউট হওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়ায় মুম্বাই।
ঈশান কিষান এবং ব্রেভিস জুটি বেঁধে মুম্বাইকে লড়াইয়ে ফেরান। ঈশান করেন ৪৮ রান। ব্রেভিস করেন ৩৭ রান। শেষদিকে জুটি বেঁধে মুম্বাইকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন তিলক বর্মা (২১) এবং টিম ডেভিড (৩৪)। শেষদিকে মাথা ঠান্ডা রেখে মুম্বাইকে জিতিয়ে দেন রমণদীপ (৬ বলে ৯ রান)।
বিডি প্রতিদিন/এমআই