অবশেষে নাটকীয়তার অবসান হলো। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি। পিএসজি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।
ফরাসি ক্লাবটির বিবৃতিতে বলা হয়, পিএসজি আনন্দের সঙ্গে ঘোষণা করছে কিলিয়ান এমবাপ্পে ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।
চুক্তি নবায়নের পর এমবাপ্পে বলেছেন, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছি আমি। অবশ্যই আমি আনন্দিত। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে এই ক্লাব আমাকে প্রয়োজনীয় সব কিছুই দেবে।
প্রসঙ্গত, কিলিয়ান এমবাপ্পে আর পিএসজিতে থাকছেন না, রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। অবশ্য রিয়াল মাদ্রিদ তাদের ক্লাবে এমবাপ্পেকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। দিয়েছেন অনেক লোভনীয় অফার। তবে শেষ পর্যন্ত সকল গুঞ্জনে পানি ঢাললো পিএসজি ও এমবাপ্পে।
বিডি প্রতিদিন/এমআই