২২ মে, ২০২২ ১৫:১৯

আইপিএল : নিয়মরক্ষার ম্যাচে নামছে হায়দরাবাদ-পাঞ্জাব

অনলাইন ডেস্ক

আইপিএল : নিয়মরক্ষার ম্যাচে নামছে হায়দরাবাদ-পাঞ্জাব

ফাইল ছবি

আইপিএলে আজ নিয়মরক্ষার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে পাঞ্জাব কিংস। দুই দলের কারও আর প্লে অফে ওঠার সুযোগ নেই। গতবারের মতো এবারও প্লে অফের টিকিট পেতে ব্যর্থ দুই দলই। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে দুই দলই। নেট রান রেটের বিচারে হায়দরাবাদের চেয়ে এক ধাপ উপরে পাঞ্জাব। হায়দরাবাদ রয়েছে ৮ নম্বরে। পাঞ্জাব আছে ৭ নম্বরে। 

পাঞ্জাবকে হারালে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে শেষ করবে হায়দরাবাদ। অন্যদিকে পঞ্জাবের সামনেও রয়েছে সেই সুযোগ। নিয়মরক্ষার ম্যাচে জয় দিয়ে শেষ করতে চাইছে দুই দলই।  গত ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দিকে পাঞ্জাব শেষ ম্যাচে হেরেছে। তাই জিতে আইপিএল শেষ করতে মরিয়া প্রীতির দলও। এই ম্যাচ ঘিরে সেভাবে আকর্ষণও নেই। ক্রিকেটপ্রেমীদের এখন যাবতীয় নজর ইডেন গার্ডেন্সে। জোড়া প্লে-অফ থেকে কোন দল ফাইনালে ওঠে আর কোন দল দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায়, সে দিকে চেয়ে আছে সবাই।

১৮ বারের মুখোমুখি সাক্ষাৎকারে ১৩ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ৫ বার জিতেছে পাঞ্জাব কিংস। সানরাইজার্সের বিরুদ্ধে পাঞ্জাবের ট্র্যাক রেকর্ড মোটেই প্রশংসনীয় নয়। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতেও পাঞ্জাবকে ৭ উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এবার সেই বদলাটাই নিতে মরিয়া পাঞ্জাব কিংস।

নিয়মরক্ষার ম্যাচে নেই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতার পরই দেশে ফিরে গিয়েছেন কিউয়ি অধিনায়ক। বাবা হবেন উইলিয়ামসন। তাই স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন তিনি। উইলিয়ামসন না থাকায় হায়দরাবাদের হয়ে শেষ ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন ভুবনেশ্বর কুমার। মুম্বাইকে আগের ম্যাচে হারিয়েছে হায়দরাবাদ। তাই জয়ের ছন্দেই আছেন নিকোলাস পুরানরা। 
উইলিয়ামসন না থাকায় তাঁর পরিবর্তে খেলবেন গ্লেন ফিলিপ্স। নজর থাকবে উমরান মালিকের দিকেও। ২২ গজে বল হাতে আগুন ঝরাচ্ছেন উমরান। গতির ঝড়ে নিজের রেকর্ড ফের ভাঙতে পারেন কিনা নজর থাকবে সেই দিকেও। শেষ ম্যাচ হওয়ায় টুর্নামেন্টে সুযোগ না পাওয়া অনেক ক্রিকেটারকেই দেখে নিতে পারে হায়দরাবাদ।

অন্যদিকে, পাঞ্জাব শেষ ম্যাচে জয়ে ফিরতে চায়। একই সঙ্গে হায়দরাবাদকে হারিয়ে ভালো মতো আইপিএল মৌসুম শেষ করতে মুখিয়ে। জনি বেয়ারস্টো ওপেনিংয়ে ফেরার পরই রান পাচ্ছেন। রানে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন শিখর ধাওয়ানও। তিনিও শেষ ম্যাচে বড় রান করতে মুখিয়ে। এছাড়া লিভিংস্টোন, মায়াঙ্ক আগারওয়ালরা তো আছেনই। শেষ ম্যাচে শাহরুখ খানকে খেলাতে পারে পাঞ্জাব শিবির। বোলিংয়েও কিছু পরিবর্তন দেখা যেতে পারে।


বিডি-প্রতিদিন/তাফসির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর