২৬ মে, ২০২২ ০৯:০৮

কাজের ধরন ও প্রক্রিয়া জানালেন ডোনাল্ড

অনলাইন ডেস্ক

কাজের ধরন ও প্রক্রিয়া জানালেন ডোনাল্ড

কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার অধীনে দ্বিতীয় সিরিজ খেলছেন বাংলাদেশের পেসাররা। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পেসারদের নিয়ে নিজের কাজের ধরন ও প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন ডোনাল্ড।

টাইগারদের পেস বোলিং কোচ বলেছেন, ‘আমি এটি নিশ্চিত করি যেন কোনো কিছু বাড়তি চাপ না হয়ে যায়। আমার প্রক্রিয়াটি হলো একই কাজ বারবার করে যাওয়া। আমি কাউকে একদিনে ১৬টি ভিন্ন পরিকল্পনা দিয়ে বলি না যে চেষ্টা করতে থাকো। বিষয়টা হলো সহজ জিনিসগুলো ভালোভাবে করে যাওয়া। আমি সবসময় প্রক্রিয়া সম্পর্কে পেসারদের সঙ্গে কথা বলি।’

ডোনাল্ডের ভাষ্য, ‘আমাদের প্রক্রিয়া এমন নয় যে, আউটসুইঙ্গার করতে করতে আচমকা ইনসুইঙ্গার ডেলিভারি দেওয়া। প্রক্রিয়াটি হলো, লাগাতার লিটনের গ্লাভস খুঁজে নেওয়া। টেস্ট ম্যাচে আমি এই প্রক্রিয়া অনুসরণ করেই বড় হয়েছি এবং এভাবেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা খুবই সহজ এবং বেসিকের মধ্যে থাকা। কোনো ব্যাটারকে নিয়ে যদি নির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং পরে আমি সেই ব্যাটারের মধ্যে খুঁত দেখতে পাই তাহলে আমরা পরিকল্পনায় খানিক পরিবর্তন আনি এবং অন্যভাবে এগোনোর চেষ্টা করি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর