বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হলো ২০২২ সালের আইপিএল ফাইনাল। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহারণে মুখোমুখি হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ১ লাখ ৩২ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন ১ লাখ ৪ হাজার ৮৫৯ জন দর্শক। যা সাদা বলের ক্রিকেটে রেকর্ড সৃষ্টিকারী ইতিহাস। এর আগে সাদা বলের ক্রিকেটে অনুষ্ঠিত কোনও ম্যাচে এত দর্শক আসেননি। এর ফলে মোতেরা লিখে ফেলল অনন্য় ইতিহাস।
দেখে নেওয়া যাক সাদা বলের ক্রিকেটে এর আগে সর্বাধিক দর্শক সমাগমের ম্যাচ-
১ লাখ দর্শক: ভারত-দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯৩-৯৪।
১ লাখ দর্শক: ভারত- ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, ১৯৯৩-৯৪।
১ লাখ দর্শক: ভারত-শ্রীলঙ্কা, কলকাতা, বিশ্বকাপ সেমি-ফাইনাল, ১৯৯৫-৯৬।
১ লাখ দর্শক: ভারত-অস্ট্রেলিয়া, কলকাতা, ২০০৩-০৪।
৯০ হাজার দর্শক: ভারত-পাকিস্তান, কলকাতা, ১৯৮৬-৮৭।
৯০ হাজার দর্শক: ভারত-দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯১-৯২।
৮৭ হাজার ৮১২ দর্শক: ইংল্যান্ড বনাম পাকিস্তান (বিশ্বকাপ ফাইনাল) মেলবোর্ন, ১৯৯১-৯২।
৮৬ হাজার ১২২ দর্শক: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, মেলবোর্ন, ১৯৮৩-৮৪।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। প্রথমবার অংশ নিয়ে লিগপর্ব শেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। এরপর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠে।
রাজস্থান অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে আসে। কিন্তু ভাগ্য বদলায়নি। তাদের ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ১৫তম আসরের শিরোপা জিতে নিয়েছে গুজরাট টাইটান্স।
প্রথমবার অংশ নিয়ে, প্রথমবার ফাইনালে উঠে, প্রথম শিরোপা জিতে বাজিমাত করেছে তারা। অন্যদিকে ১৪ বছর পর ফাইনালে উঠে দ্বিতীয় শিরোপা জিততে ব্যর্থ হয় রাজস্থান। রানার্স-আপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। রবিবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। হয়ে যায় চ্যাম্পিয়ন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ