টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারেন হার্দিক পান্ডিয়া। এমনটাই জানালেন দেশটির কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার।
তিনি আরও মনে করেন, নতুন বলে বোলিং করার ক্ষমতা আছে অলরাউন্ডারের। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন হার্দিক। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর ফিটনেসে ঘাটতি হওয়ায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর আইপিএলে নতুন দল গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেন। ব্যাটে বলে অবদান ছিল তার। এরপর ফের জাতীয় দলে ঢুকে পড়েন হার্দিক এবং এসেই দারুণ ইনিংস খেলেন।
অলরাউন্ডারের পারফর্ম্যান্সে মজেছেন সানি। তিনি বলেন, আমি মনে করি ভারতের হয়ে সে গেম চেঞ্জার হতে চলেছে। শুধুমাত্র টি-২০ বিশ্বকাপ নয়, সামনে যেসব ম্যাচ আসছে তার প্রত্যেকটিতেই। ৫ নম্বরে ব্যাট করুক আর প্রথম কিংবা দ্বিতীয় চেঞ্জ হিসেবে বল করুক। আমি তো তাকে নতুন বলেও দেখতে চাই।
গুজরাট টাইটান্সের হয়ে বেশ কয়েকবার নতুন বলে বোলিং করেছেন হার্দিক। সেটা ভারতীয় দলে হওয়ার সম্ভাবনা কম। কারণ জাতীয় দলে নতুন বলে শুরু করার বোলার অনেক রয়েছে। প্রসঙ্গত, সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ভারতের হয়ে বোলার হার্দিকের থেকে ফিনিশার হার্দিককে বেশি পেতে চান কি না। স্মিথ বলেন, ফিনিশার হার্দিক থাকুক তবে অলরাউন্ডার হার্দিকের প্রয়োজন বেশি, তাতে দল নির্বাচনে সুবিধা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ