এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে ভালো করতে চান বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা।
র্যাংকিংয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকলে থাকলেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন মালয়েশিয়ান কোচ। আর বাংলাদেশ ফুটবল দলে অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, মাঠভর্তি দর্শকের সামনে খেলা কোন বাধাই না।
মালয়েশিয়া-বাংলাদেশ ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ৭টায়।
কোচ হাভিয়ের ক্যাবরেরা বল ঠেলে দিয়েছেন স্ট্রাইকারদের কোর্টে। তিনি বলেছেন, ‘জিততে হলে পুরো সময় ধারাবাহিক থাকতে হবে। রক্ষণের সাথে আক্রমণের মেলবন্ধন থাকাটা জরুরি। মালয়েশিয়া শুরু থেকেই চেপে ধরবে। চাইবে প্রথম ১০ মিনিটেই খেলা বের করে নিতে।’
বিপরীতে মালয়েশিয়ার কোচ বলছেন, ‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। শেষ দুই ম্যাচ তারা আমাদের সাথে ড্র করেছে। মাঠে নিজেদের সেরাটা না দিলেই বিপদ। শারীরিক ও মানসিকভাবে আমাদের পুরো খেলায় মনোযোগ ধরে রাখতে হবে।’
বাংলাদেশের কাপ্তান জামাল ভূঁইয়া মালয়েশিয়ার হোম কন্ডিশন ও ওদের সমর্থক নিয়ে মোটেও শঙ্কিত নয়। তিনি বলেন, ‘যখন আমরা মাঠে খেলি তখন দর্শক নিয়ে ভাবি না। আমরা জন্য এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তরুণদের জন্যও তাই। ওরা অনুপ্রাণিত হবে আরও ভালো খেলতে।’
জামাল ভরসা শেষ অবধি হতাশার বরষা হয়ে ঝরবে নাকি উঠবে ঝলমলে রোদ, এবার সেটাই দেখার অপেক্ষা।
বিডি প্রতিদিন/নাজমুল