মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগেই দারউইন নুনেস যাদের বিপক্ষে গোল করেছিলেন, সেই লিভারপুলের হয়ে আসছে মৌসুমে খেলবেন তিনি।
বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনেসকে দলে টেনেছে লিভারপুল। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায় লিভারপুল।
পর্তুগিজ ক্লাব বেনফিকা আগের দিন জানিয়েছিল, নুনেসের ব্যাপারে লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। এজন্য প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হচ্ছে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড। ক্লাব রেকর্ড থেকে যা কিছুটা কম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ