নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার (১৪ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এর ফলে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠে জয়ের খুব খাছে গিয়েও কিউইদের হারতে হয় সিরিজের প্রথম দুই ম্যাচ। সফরকারীদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য। তবে তার আগে দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে পেসার কাইল জেমিসনকে পাচ্ছে না তারা।
শুধু এই সিরিজই নয়, পিঠের নিচের অংশে ‘স্ট্রেস-রিঅ্যাকশন’ নিয়ে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে জেমিসনকে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড এক বার্তায় বলেন, ‘খেলোয়াড়রা চোটের কারণে সফর ত্যাগ করতে বাধ্য হওয়া সবসময়ই দুঃখজনক। লর্ডসে প্রথম টেস্টে কাইল বড় ভূমিকা পালন করেছিল এবং আমি জানি যে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে কতটা হতাশ হয়েছিলেন সে। কাইল স্পষ্টতই আমাদের জন্য একটি বিশাল সম্পদ এবং আমরা ধৈর্য ধরে আছি যাতে সে এই বছরের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসেন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ