প্রস্ততি ম্যাচ আর মূল ম্যাচের পার্থক্য অনেক। তবুও কথায় বলে প্রস্তুতি বা অনুশীলনেই মানুষ হয় পারফেক্ট বা পটু। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে।
এই প্রস্তুতি ম্যাচে বোলাররা মোটামুটি ভালো করলেও ব্যাটার ততোটা ভালো করতে পারেনি। ওপেনার তামিম ইকবাল প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ১৬২ রানে। তবে বাকি ব্যাটারদের প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি বললেই চলে।
তামিম ছাড়া প্রস্তুতি ম্যাচে পঞ্চাশ পেরোনো ইনিংস খেলতে পেরেছেন শুধু নাজমুল হোসেন শান্ত। নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান করেছে বাংলাদেশ।
তবে এসব নিয়ে ভাবছেন না কোচ রাসেল ডমিঙ্গো। ক্রিকেটাররা তিন দিনের ম্যাচটি যেভাবে খেলেছেন, তাতেই তিনি পুরোপুরি তৃপ্ত।
তার কাছে টেস্টের আগে উইকেটে ব্যাটসম্যানদের সময় কাটানোটাই বড় কথা। তিনি বলেন ‘তিন দিনের ম্যাচটি ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত। ব্যাটাররা উইকেটে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে। বোলাররা মাঝের ওভারগুলোয় আঁটসাঁট বোলিং করেছে। প্রথম টেস্টে নামার আগে আমরা দারুণ সময় কাটিয়েছি।’
অনুশীলন নিয়েও ডমিঙ্গোর তৃপ্তি আছে। জানালেন, উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে সবাই। কেবল রাব্বি (ইয়াসির আলী) ছাড়া সবাই ফিট আছে। প্রত্যেকেই প্রথম টেস্ট খেলার জন্য বিবেচনায় আছে।
বিডি প্রতিদিন/নাজমুল